প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে আবারও ইউক্রেনকে ভূমি ত্যাগ এবং সামরিক শক্তি হ্রাসের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। পুরো বিষয়ে অবগত দুই মার্কিন কর্মকর্তা গত বুধবার (১৯ নভেম্বর) জানিয়েছেন, শান্তি প্রতিষ্ঠার জন্য নতুন একটি কাঠামো মেনে নিতে ভলোদিমির জেলেনস্কিকে চাপ দিচ্ছে হোয়াইট হাউজ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পূর্ব ইউক্রেনে রাশিয়ার অগ্রগতি এবং জেলেনস্কিকে ঘিরে দুর্নীতিবিষয়ক বিতর্কের মধ্যে সম্ভাব্য এই পরিকল্পনা কিয়েভের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এদিকে, দুর্নীতি বিষয়ক বিতর্কের জেরে গত বুধবার জ্বালানি ও বিচার মন্ত্রীকে অপসারণ করেছে দেশটির পার্লামেন্ট।
অবশ্য হোয়াইট হাউজ এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্সে লিখেছেন, যুক্তরাষ্ট্র উভয় পক্ষের বক্তব্যের ভিত্তিতে যুদ্ধ শেষ করতে সম্ভাব্য একটি খসড়া তৈরি করবে।
তার ভাষায়, এত জটিল ও প্রাণঘাতী যুদ্ধ শেষ করতে বাস্তবসম্মত আলোচনা প্রয়োজন। স্থায়ী শান্তির জন্য উভয় পক্ষকেই কঠিন কিন্তু প্রয়োজনীয় কিছু ছাড় দিতে হবে।
একজন জ্যেষ্ঠ ইউক্রেনীয় কর্মকর্তা এর আগে রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্রের তরফ থেকে একটি খসড়ার বিষয়ে ইঙ্গিত পেয়েছে কিয়েভ। ওয়াশিংটন-মস্কোর মধ্যে এ নিয়ে আলাপ হয়েছে। তবে কিয়েভ এই প্রস্তাব প্রণয়নে কোনও ভূমিকা রাখেনি বলেও দাবি করেন তিনি।
গত বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে বৈঠকের সময় জেলেনস্কি টেলিগ্রামে জানান, যুদ্ধ থামাতে কার্যকর মার্কিন নেতৃত্ব জরুরি।
তিনি বলেন, যুদ্ধ শেষ করার জন্য যথেষ্ট শক্তি কেবল যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই রয়েছে। এরদোয়ান বিভিন্ন আলোচনার ফরম্যাটের প্রস্তাব দিয়েছেন বলেও জানান তিনি।
এদিকে, ট্রাম্প প্রশাসনের শান্তি প্রচেষ্টার নতুন উদ্যোগের ইঙ্গিত শেয়ারবাজারে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। গত বুধবার ইউক্রেনের সরকারি বন্ডদামের সবচেয়ে বড় উল্লম্ফন হয় কয়েক মাসের মধ্যে।
জুলাইয়ে ইস্তাম্বুলে বৈঠকের পর থেকে কিয়েভ ও মস্কোর মধ্যে মুখোমুখি আলোচনা হয়নি। রাশিয়ার বাহিনী প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধে অগ্রসর হচ্ছে এবং গত মঙ্গলবার রাতে হামলায় ২৫ জন নিহত হয়েছে।