কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত মঙ্গলবার সকালে ১০ টায় জনতা ব্যাংক পিএলসি কসবা শাখার উদ্যোগে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ কর্মসূচির আওতায় ঋণ মেলা ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জনতা ব্যাংক কসবা শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাপসী রাবেয়া,কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপক মোঃ মহসিন, অগ্রণী ব্যাংক শাখা ব্যবস্থাপক মোঃ নুরুল আলম, ইসলামী ব্যাংক শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল কাইয়ুম, প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক নারায়ন বণিক ও সাংবাদিক নেপাল চন্দ্র সাহা। স্বাগত বক্তব্য রাখেন জনতা ব্যাংকের ইনভেস্টমেন্ট ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন জনতা ব্যাংক সিনিয়র অফিসার বখতিয়ার হোসেন।

অনুষ্ঠানে ১২ জন কৃষক ও কৃষানির মাঝে শস্য ঋণ খাতে ৮ লাখ টাকা বিতরণ করা হয়।