কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী রেজা পলাশকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (২১ নভেম্বর) উপজেলার কদমতুলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আলী রেজা পলাশ কসবা পৌরসভার তালতলা গ্রামের বাসিন্দা।

তিনি কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে দায়ের করা একটি বিস্ফোরক আইনের মামলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের বলেন, আলী রেজা পলাশের নামে রাজনৈতিক মামলা থাকায় তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।