খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি, এভার কেয়ারে জুবাইদা রহমান

প্রশান্তি ডেক্স ॥ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি এগিয়ে রেখেছে মেডিক্যাল বোর্ড। দলের পক্ষ থেকেও যাবতীয় প্রক্রিয়া শেষের পথে। গত শুক্রবার সকালে তাকে বহনকারী কাতার সরকারের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করতে পারে। বিএনপির চেয়ারপারসনের সঙ্গে যাবেন আরও ১৪ জন।

গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই ১৪ জন হলেনু খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, চিকিৎসক আবু জাফর মো. জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. মো. শাহাবুদ্দিন তালুকদার, ডা. নূর উদ্দিন আহমদ, ডা. মো. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, স্পেশাল সিকিউরিটি ফোসের্র (এসএসএফ) হাসান শাহরিয়ার ইকবাল, স্পেশাল সিকিউরিটি ফোর্সের সৈয়দ সামিন মাহফুজ, তারেক রহমানের সহকারী মো. আবদুল হাই মল্লিক, সহকারী ব্যক্তিগত সচিব মো. মাসুদুর রহমান, গৃহকর্মী ফাতেমা বেগম ও গৃহকর্মী রূপা শিকদার।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্তের বিষয়টি গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে নিশ্চিত করেন তার ব্যক্তগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। এরই মধ্যে তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডে যুক্ত হন লন্ডন ও চীন থেকে আসা চিকিৎসক দল।

এভারকেয়ারে ডা. জুবাইদা রহমান

উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

গত শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা ৫৩ মিনিটে তিনি সেখানে পৌঁছান। এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে তাকে বহনকারী বিজি লন্ডন ৩০২ বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্তের পরপরই স্থানীয় সময় গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে হিথ্রা বিমানবন্দর থেকে ফ্লাইটে উঠেন ডা. জুবাইদা রহমান।

দলীয় সূত্র জানিয়েছে, আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে সব কিছু ঠিক থাকলে রবিবার (৭ ডিসেম্বর) লন্ডনের উদ্দেশে রওনা হবে খালেদা জিয়াকে বহনকারী কাতার সরকারের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তার সঙ্গে পরিবারের সদস্যদের মধ্যে যাবেন লন্ডন থেকে আসা বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও হাসপাতালে সঙ্গে থাকা ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। আরও থাকবেন মেডিক্যাল বোর্ড সদস্য ও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা।

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার প্রস্তুতি ঘিরে শুক্রবার সকাল থেকেই বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published.