শিক্ষা-গবেষণায় সহযোগিতা, পেট্রো বাংলা ও বুয়েটের সমঝোতা স্মারক সই

প্রশান্তি ডেক্স ॥ পেট্রোবাংলা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মধ্যে শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে নতুন সমঝোতা স্মারক সই হয়েছে। এর ফলে বুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা পেট্রোবাংলার গবেষণাগার, সফটওয়্যার, ড্রিলিং সাইট, সাইসমিক সার্ভে, প্রসেস প্ল্যান্ট ও কয়লাখনি পরিদর্শনের সুযোগ পাবেন, যা বাস্তবভিত্তিক গবেষণায় গুরুত্বপূর্ণ সহায়তা দেবে। একইসঙ্গে শিল্প খাতের বাস্তব অভিজ্ঞতা পাঠ্যক্রমে প্রতিফলিত হওয়ায় শিল্প কারখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে।

পেট্রোবাংলা জানায়, এ চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে তথ্য আদান-প্রদান সহজ হবে, যৌথ গবেষণা ত্বরান্বিত হবে এবং জনবলের পেশাগত দক্ষতা উন্নয়নে সেমিনার, ওয়ার্কশপ ও প্রশিক্ষণ কার্যক্রম বাড়বে। গবেষণালব্ধ জ্ঞান শিল্প খাতে প্রয়োগ এবং শিল্পের অভিজ্ঞতা শিক্ষা ও গবেষণায় যুক্ত হওয়ায় দেশের জ্বালানি খাতে উদ্ভাবন ও প্রযুক্তি উন্নয়নে এটি বিশেষ ভূমিকা রাখবে।

গত বুধবার (৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, পেট্রোবাংলার বোর্ড রুমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান এবং পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান উপস্থিত ছিলেন। পেট্রোবাংলার পক্ষে সচিব আমজাদ হোসেন এবং বুয়েটের পক্ষে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (রাইজ) পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম চুক্তিতে সই করেন। এসময় বুয়েট ও পেট্রোবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, সমঝোতা স্মারকটি সই দিন থেকেই কার্যকর হবে এবং পরবর্তী ৫ বছর বলবৎ থাকবে। এরপর এটি স্বয়ংক্রিয়ভাবে আরও ৫ বছরের জন্য নবায়নযোগ্য।

Leave a Reply

Your email address will not be published.