কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ এই কলিতে অতি অল্প সময়ের মধ্যে হরিনাম সংকীর্তন শ্রবণ মৃদঙ্গ মন্দিরা সহকারে সংকীর্তণ করে মানব জীবনের পরম শান্তি, মুক্তি তৃপ্তিময় রস আস্বাদন করা যায়। সে অমৃত লাভের প্রত্যাশায়।

গত মঙ্গলবার ২৫ শে নভেম্বর কসবা উপজেলা কুঠি ইউনিয়ন গ্রাম জাজিয়ার শ্রী শ্রী মহাশ্মশানে বিশ্ব শান্তির কল্পে দেশ ও জাতির মঙ্গল কামনায় সপ্তম বার্ষিক ২৪ প্রহর শ্রী শ্রী তারকা ভ্রাম্য যজ্ঞ অনুষ্ঠান হয়েছে। শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন উৎসবের শুভ উদ্বোধন করেন = শ্রীমান রত্নেশ্বর দাস ব্রহ্মচারী অধ্যক্ষ ইসকন মন্দির কুঠি ধাম। শ্রীমদ্ভগবদগীতা পাঠক করেন শ্রী বিজয় দেবনাথ ও শ্রীমান স্বরূপ সিদ্ধি দাস। গত ১২ই অগ্রহায়ণ শনিবার অরুনোদয় হইতে ১৪ই অগ্রহায়ণ সোমবার অহোরাত্র পর্যন্ত অভিরাম তিন দিন ২৪ প্রহর ব্যাপী ভুবন মঙ্গল শ্রী শ্রী মহানামযজ্ঞ। শ্রী শ্রী নামসুদা পরিবেশনায় শ্রী ভুবনমঙ্গল সম্প্রদায়, শ্রী গোঠের রাখাল সম্প্রদায়, শ্রী মাতা অবতারিনী সম্প্রদায়, শ্রী শ্রী বলদের জিউর সম্প্রদায়, বীণাপানি সম্প্রদায় ও ভুবন মোহিনী সম্প্রদায়। অষ্টকালীন লীলা কীর্তনে প্রতিদিন হিন্দু ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা বাবুর টুটন কুমার সাহা, সভাপতি বাবু জীবন মোদক, সাধারণ সম্পাদক রঞ্জিত দাস, সাংগঠনিক সম্পাদক জীবন দেবনাথ।