ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে: সালাহ উদ্দিন আহমেদ

প্রশান্তি ডেক্স ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। এখনও ভোটাধিকার প্রয়োগ করতে না পারলেও ভবিষ্যতে তা সম্ভব হবে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোটাররা মুক্ত পরিবেশে ভোট দিতে পারবেন।’

গত বুধবার (০৩ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের পেকুয়ার টৈটং ইউনিয়নের বনকানন এলাকায় নির্বাচনি এক পথসভায় এসব কথা বলেন তিনি। কক্সবাজার-১ আসনে (চকরিয়া-পেকুয়া) বিএনপির এই প্রার্থী মঙ্গলবার নিজ সংসদীয় এলাকায় পাঁচ দিনের সফরে আসেন। গতকাল থেকেই নির্বাচনি পথসভা করছেন।

তিনি বলেন, ‘আমাকে হত্যার উদ্দেশ্যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার গুম করেছিল, কিন্তু জনগণের দোয়ায় আমি আবার ফিরে এসেছি। প্রায় ১৪ বছর পর মুক্ত পরিবেশে আপনাদের সামনে কথা বলতে পারছি।’

এর আগে সকাল ১০টার দিকে পেকুয়ার সিকদারপাড়ায় পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করে দিনের কর্মসূচি শুরু করেন তিনি। বেলা ১১টায় পেকুয়ার সাঁকোরপাড় স্টেশনে স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘ধানের শীষ দেশের গণতন্ত্রের প্রতীক আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া সার্বভৌমত্ব ও ঐক্যের প্রতীক। তিনি অসুস্থ। আমরা সবাই তার জন্য দোয়া করছি।’

পথসভায় উপস্থিত ছিলেন সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ, পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন, পেকুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.