ভোজ্য তেলের দামের বিষয়ে সিদ্ধান্ত হয়নি, রবিবার আবার বৈঠক

প্রশান্তি ডেক্স ॥ আমদানিকারক ও বাজারজাতকারী কোম্পানিগুলোর সঙ্গে ভোজ্যতেলের দামের বিষয়ে বৈঠক করেছে সরকার। নির্ধারিত সময়ের অনেক পরে অনুষ্ঠিত বৈঠকে ভৈাজ্যতেলের দাম বাড়ানো বা কমানোর বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

আগামী রবিবার (৭ ডিসেম্বর) আবার বৈঠক ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, কর্তৃপক্ষকে না জানিয়ে ভোজ্যতেলের দাম বাড়ানোয় ক্ষুব্ধ হয়েছে সরকার। সরকারের অনুমোদন ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়ায় বিষয়ে ব্যবসায়ীদের কাছে কারণ জানতে চাওয়ার পাশাপাশি গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল ৪ টার বৈঠকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়।

বৈঠকে সভাপতিত্ব করেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বৈঠকে তীর ব্যান্ডের সয়াবিন তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের পক্ষে কোম্পানির উপদেষ্টা অমিতাব চক্রবর্তী, ফ্রেশ ব্রান্ডের সয়াবিন তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের পক্ষে কোম্পানির পরিচালক তাসনীম শাহরিয়ার এবং পুষ্টি ব্রান্ডের সয়াবিন তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান টিকে গ্রুপের পক্ষে কোম্পানির বিজনেস ডাইরেক্টর শফিউল আলম তাসলীমসহ অন্যরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান প্রধান উপদেষ্টার দফতরে অন্য একটি বৈঠকে অংশ নেওয়ায় বিকাল ৪টার বৈঠক নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হলেও সচিবের ব্যস্ততার কারণে অল্প সময় পরে বৈঠকটি শেষ করতে বাধ্য হন কর্তৃপক্ষ।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী ৭ ডিসেম্বর রবিবার বিকালে আবারও একই বিষয়ে ভোজ্যতেল কোম্পানির প্রতিনিধিদের বৈঠকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটের খামার বাড়িতে বস্ত্র অধিদফতরের উদ্যোগে ‘জাতীয় বস্ত্র দিবসের’ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, ব্যবসায়ীরা তেলের দাম বাড়ানোর বিষয়ে সরকারের কারও সঙ্গে কথা বলেনি। তাই তাদের কারণ দর্শানোর নোটিস জারি করা হয়েছে। একইসঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে বৈঠকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.