কর সন্ত্রাস থেকে মুক্তি চাই: নাসিম মঞ্জুর

প্রশান্তি ডেক্স ॥ অগ্রিম আয়কর ও উৎস করের অতিরিক্ত চাপকে ‘কর সন্ত্রাস’ আখ্যা দিয়ে এর থেকে দ্রুত মুক্তি চেয়েছেন অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর। তিনি বলেছেন, ‘আমরা লাভ করি বা লোকসান করি, সব অবস্থাতেই ট্যাক্স দিচ্ছি। এমনও হয়েছে, লোকসান বেশি করেছি, আবার করও বেশি দিতে হয়েছে। এই অযৌক্তিক চাপ থেকে ব্যবসায়ীরা মুক্তি চান।’

গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এক সংলাপে দেশের বিভিন্ন শিল্পখাতের অর্ধ শতাধিক ব্যবসায়ী অংশ নেন। সেখানে বক্তব্য রাখেন নাসিম মঞ্জুর।

এআইটিটিডিএসকেট্যাক্স টেরোরিজম

নাসিম মঞ্জুর বলেন, ‘অগ্রিম আয়কর (এআইটি) এবং উৎসে কর কর্তন (টিডিএস) ব্যবসায়ের ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে। এআইটি ও টিডিএস আসলে ট্যাক্স টেরোরিজম। এনবিআরের কিছু সংস্কারে বন্ড অটোমেশন হয়েছে, এইচএস কোডের সমস্যা কমেছে। এখন চাই এই দুই ধরনের কর-সন্ত্রাস বন্ধ হোক।’

 ‘আমাদের দায় আমলাদের ওপর চাপাবেন না

দেশ থেকে অর্থ পাচারের বড় অংশ আমলাতন্ত্রের দ্বারা হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘ব্যবসায়ীরা কি শুধু বিত্তবান হয়েছে, নাকি আমলারাও হয়েছেন এটা কেউ বলে না। দেশের সবচেয়ে বেশি টাকা পাচার করেছে আমলারা। ব্যবসায়ীদের এই দায় দেওয়া যাবে না। কেউ চুরি করলে তাকে ধরুন, কিন্তু সবার ওপর দায় চাপাবেন না।’

উচ্চ সুদের চাপ অসহনীয়

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উদ্দেশে নাসিম মঞ্জুর বলেন, ‘এত উচ্চ সুদহার ব্যবসায়ীরা আর সহ্য করতে পারছেন না। ব্যবসায়ের খরচ অস্বাভাবিক বেড়ে গেছে। এ অবস্থায় আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনাম ও ভারতের সঙ্গে প্রতিযোগিতা করা সম্ভব হচ্ছে না।’

বিদেশি সংস্থার শর্তে অতিরিক্ত নির্ভরতা না বাড়ানোর অনুরোধ

আইএমএফ ও বিশ্বব্যাংকের শর্তের ওপর অতি নির্ভরতা ব্যবসায়ীরা সমর্থন করেন না উল্লেখ করে তিনি বলেন, ‘আপনাদের যে চার-পাঁচ বিলিয়ন ডলার দরকার, আমরা রপ্তানি বাড়িয়ে এনে দেব। কিন্তু বিদেশি সংস্থার সব শর্ত অন্ধভাবে অনুসরণ করলে চলবে না।’

যে প্রস্তাবগুলো দিলেন নাসিম মঞ্জুর

রফতানিমুখী শিল্পের জন্য ইডিএফ তহবিল পুনরায় চালুর দাবি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। রাজধানীর পরিবহন সংকট সমাধান। এলডিসি গ্রাজুয়েশন নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান তুলে ধরা। সংলাপে ব্যবসায়ী নেতারা বলেন, উৎপাদন ব্যয়, কর কাঠামো, শুল্কনীতি, অবকাঠামো এবং আর্থিক খাতে অনিশ্চয়তা ব্যবসায়ের গতি বাধাগ্রস্ত করছে। তারা দ্রুত সংস্কার বাস্তবায়ন ও নীতি স্বচ্ছতার ওপর জোর দেন।

Leave a Reply

Your email address will not be published.