কসবায় ডাবল টিভিকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা গত বুধবার ( ১০ ডিসেম্বর)  কয়েমপুর ইউনিয়নের নোয়াগাও মধ্যপাড়া মাঠে বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়েছে  বহুল প্রতীক্ষিত ডাবল টিভি কাপ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০২৫–২৬ এর শুভ উদ্বোধন। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় — কসবা রয়েলস ফুটবল ক্লাব বনাম ধামসার ফুটবল ক্লাব। উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করেন ।

প্রধান অতিথি জনাব মোঃ ছামিউল ইসলাম নির্বাহী অফিসার, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। বিশেষ অতিথি:জনাব মোঃ সবুজ খাঁন জয়। সভাপতি, কসবা উপজেলা সাংবাদিক ফোরাম, কসবা ব্রাহ্মণবাড়িয়া। সভাপতিত্ব করেন কাজী কেফায়েত উল্লাহ ,সভাপতি নোয়াগাঁও তিন বন্ধু ক্লাব। প্রধান অতিথির বক্তব্যে জনাব সামিউল ইসলাম বলেন , মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার কোনো বিকল্প নেই এবং তিনি বলেন , যারা ছাত্র আছে তাদেরকে পড়াশুনায় মনোযোগ দিতে হবে পাশাপাশি খেলাধুলায় ও মনোযোগ দিতে হবে, এবং তিনি আয়োজক  কমিটিকে ধন্যবাদ জানান, খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কারটি তুলে দেন খেলোয়াড়ের মাঝে কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি সবুজ খাঁন জয়।

Leave a Reply

Your email address will not be published.