কসবা (ব্রাহ্মণবাাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) কায়েমপুর ইউনিয়নের মইনপুর পশ্চিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। অভিযানে ১০ (দশ) কেজি গাঁজা জব্দ করা হয়। পুলিশ জানায়, তাদের উপস্থিতি টের পেয়ে এক আসামী কৌশলে পালিয়ে যায়। পলাতক ব্যক্তির পরিচয় গোলাম সামদানী (২৫) পিতা: ছিদ্দিক মিয়া সাং: রাউৎখোলা, ইউনিয়ন: কায়েমপুর, থানা: কসবা, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।

উদ্ধারকৃত গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।