কসবা উপজেলা জামায়াতে ইসলামীর ‘মার্চ ফর কসবা’ গণমিছিল অনুষ্ঠিত

কসবা(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥কসবা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে “মার্চ ফর কসবা” শীর্ষক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টায় কসবা পৌরসভার আড়াইবাড়ী মাদ্রাসা মাঠ থেকে বর্ণাঢ্য এ গণমিছিল শুরু হয়ে কসবা রেলওয়ে স্টেশনে এসে শেষ হয়। গণমিছিলের নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া ৪ (কসবাআাখাউড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার।

এতে কসবা উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা দলে দলে যোগ দিয়ে গণমিছিলকে প্রাণবন্ত করে তোলেন। গণমিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আতাউর রহমান সরকার বলেন, “কসবাআখাউড়ায় কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।” গণমিছিলে নানান ব্যানারফেস্টুন, স্মোগান এবং উপস্থিত জনসমাগমে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published.