ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত রবিবার (৭ডিসেম্বর) সন্ধ্যায় কসবা থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে বিদায়ী অতিথি অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আব্দুল কাদের কে বিদায় এবং নবাগত অতিথি অফিসার ইনচার্জ কসবা থানা নাজনীন সুলতানা কে বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কসবা পৌর ঈদগাহ কমিটির পক্ষ থেকে বিদায়ী অতিথি কে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং নবাগত অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নবাগত অতিথি অফিসার ইনচার্জ কসবা থানা নাজনীন সুলতানা বলেন, কসবা উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকদের সহযোগিতা নিয়ে উপজেলার আইনশৃঙ্খলার উনয়ন সহ চোরাচালান প্রতিরোধে দক্ষতার সাথে কাজ করে যাবো। তিনি এ ব্যাপারে সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এ সময় থানা পুলিশের কর্মকর্তা -কর্মচারীগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।