প্রশান্তি ডেক্স ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১২৫টি আসনে প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে বগুড়া-৬ (সদর) আসনে আবদুল্লাহ আল ওয়াকিকে প্রার্থী ঘোষণা করেছে দলটি। এ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল নির্বাচন করছেন। এর মধ্য দিয়ে আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে ওঠার আভাস পাওয়া গেলো।

গত বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন অন্য প্রার্থীদের সঙ্গে আব্দুল্লাহ-আল-ওয়াকির নাম ঘোষণা করেন।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় আবদুল্লাহ আল ওয়াকি বলেন, ‘এটি নিঃসন্দেহে আনন্দের খবর। আজ থেকেই প্রচারণায় নামবো। আশা করছি, দলমত নির্বিশেষে সবার সহযোগিতা ও ভোট পাবো। আমি ২০০৮ সালে বিকল্প ধারা থেকে বগুড়া-৬ আসনে নির্বাচন করেছিলাম। এখন এনসিপির একজন কর্মী হয়ে ভোটের মাঠে নামছি।’
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া-৬ আসনে ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত সব নির্বাচনে বিজয়ী হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এবার তার স্থলে ছেলে তারেক রহমান প্রার্থী হয়েছেন। তাকে বিজয়ী করতে নেতাকর্মীরা প্রচারণা চালাচ্ছেন। জামায়াতে ইসলামী থেকে শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলকে প্রার্থী করা হয়েছে। একই আসনে বাসদের দিলরুবা নূরী ও ইসলামী আন্দোলনের আ ন ম মামুনুর রশিদও নির্বাচন করছেন।