প্রশান্তি ডেক্স ॥ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের গর্বীত সন্তান কামাল নূর। তিনি তার মেধা ও শ্রম দিয়ে সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করে দুবাই জয় করেছেন। সারজাতে তার অসমান্য অবদানের জন্য সারজার সরকার তাকে পুরস্কৃত করেছেন। এই অবদানের স্বৃকীতে বাংলাদেশ তথা আমরা গ্রামবাসী গর্বীত।

আমরা দোয়া করি যেন এইভাবে আরো কামাল নূর বের হয়ে আমাদেরকে তথা দেশকে সম্মানের শিখরে পৌছে দেন। কামাল নূরের ন্যায় হাজারো থেকে লক্ষকোটি রেমিটেন্স যোদ্ধাদের জন্য রইল দোয়া ও শুভকামনা।