১২তম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সংলাপ শুরু

প্রশান্তি ডেক্স ॥ বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপের ১২তম আসর অনুষ্ঠিত হচ্ছে ঢাকায়। ১০ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত এ সংলাপে দুই দেশের সামরিক প্রতিনিধি দল অংশ নিচ্ছে।

সংলাপটিকে দুই দেশের পারস্পরিক সামরিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম, দুর্যোগ মোকাবিলা, শান্তিরক্ষা কার্যক্রম, প্রশিক্ষণ, পরিদর্শন, যৌথ অনুশীলন, মহড়া এবং কর্মশালা এসব ক্ষেত্রের সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আলী হায়দার সিদ্দিকী। অপরদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সারাহ রুস।

বাংলাদেশ পক্ষের আলোচনায় সশস্ত্র বাহিনীর পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ কোস্ট গার্ডসহ বিভিন্ন সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

সংলাপটিকে দুই দেশের সামরিক সহযোগিতা আরও উন্নত করার পাশাপাশি পারস্পরিক বন্ধুত্ব সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.