বিচার বিভাগের জন্য ‘পরিকল্পনা ও উন্নয়ন কমিটি’ গঠন

প্রশান্তি ডেক্স ॥ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ৮(১) অনুযায়ী অধস্তন আদালত, প্রশাসনিক ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি এবং সুপ্রিম কোর্ট সচিবালয়-সংশ্লিষ্ট দফতর ও প্রতিষ্ঠানগুলোর সংক্রান্ত উন্নয়ন বা কারিগরি প্রকল্প চূড়ান্ত নিরীক্ষা ও সুপারিশ করার উদ্দেশ্যে প্রধান বিচারপতি ৮ সদস্য বিশিষ্ট একটি ‘পরিকল্পনা ও উন্নয়ন কমিটি’ গঠন করেছেন।

গত বুধবার (১০ ডিসেম্বর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়। সুপ্রিম কোর্ট সচিবালয়ের সাচিবিক সহায়তা প্রদানকারী কর্মকর্তা (সিভিল জজ) মীর মাশহুর আহমেদ সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৮ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. যাবিদ হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সুপ্রিম কোর্ট সচিবালয়ের সিনিয়র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সচিব।

প্রসঙ্গত, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোটের্র জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়। গত ৩০ নভেম্বর রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ অধ্যাদেশ জারি করা হয়।

Leave a Reply

Your email address will not be published.