কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সকাল সীমান্ত পাহারার কঠোর দায়িত্ব পালনের পাশাপাশি আর্তমানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী বায়েক ইউনিয়নে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ কর্মসূচি পালন করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি বিকেল ৩টা পর্যন্ত সালদানদী বিওপি সংলগ্ন শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

বিজিবির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পেইনে সীমান্তবর্তী মাদলা, খাদলা ও সালদানদী এলাকার শত শত নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ব্যবস্থাপত্র ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। পাশাপাশি শীতের প্রকোপ থেকে বাঁচাতে অসহায়দের মাঝে বিতরণ করা হয় শীতবস্ত্র (কম্বল)।
সেবা নিতে আসা এক বৃদ্ধ আবেগাপ্লুত হয়ে বলেন, ‘‘টাকার অভাবে দীর্ঘদিন ডাক্তার দেখাতে পারছিলাম না। আজ বিজিবির ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে আমাদের অনেক উপকার হলো।’’ শীতবস্ত্র হাতে এক নারী বলেন, ‘‘শীতের কাপড় কেনার সামর্থ্য নেই। বিজিবির দেওয়া এই উপহার আমার সন্তানদের শীতের কষ্ট দূর করবে।’’ সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি জানান, সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই এই উদ্যোগ। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে তাদের। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল বিজিবির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, এতে সীমান্তরক্ষী বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।