২০কোটি টাকার বেশি “সব ঋণ” নতুন করে যাচাই হবে…আহসান এইচ মনসুর

প্রশান্তি ডেক্স ॥ ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে ২০ কোটি টাকার বেশি সব ঋণ নতুন করে যাচাই করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘এসব ঋণের বিপরীতে যথাযথ জামানত আছে কি-না, তা খতিয়ে দেখা হবে। অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা ও পরিচালনা পর্ষদকে জবাবদিহির আওতায় আনা হবে।’

গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘ব্যাংকিং সেক্টর রিফর্ম: চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, ‘ব্যাংকিং খাত সংস্কারের জন্য বাংলাদেশ ব্যাংকের কার্যকর স্বাধীনতা প্রয়োজন। এ জন্য আন্তর্জাতিক মানের আইন প্রণয়নের প্রস্তাব সরকারকে দেওয়া হয়েছে। এই আইন পাস হলে কেন্দ্রীয় ব্যাংক স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে এবং সংস্কার কার্যক্রম বাস্তবায়ন সহজ হবে।’

Leave a Reply

Your email address will not be published.