আসিফ মাহমুদের ফেসবুক পেজ খুঁজে পাওয়া যাচ্ছে না

প্রশান্তি ডেক্স॥ আসিফ মাহমুদের ফেসবুক পেজ খুঁজে পাওয়া যাচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘সংঘবদ্ধ রিপোর্ট’ করার মাধ্যমে নিজের ভেরিফায়েড অফিশিয়াল পেজটি রিমুভ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সাবেক উপদেষ্টা ও ঢাকা-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গত শুক্রবার (২৬ ডিসেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে তিনি এই দাবি করেন। আসিফ মাহমুদ লেখেন, “ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সব পোস্ট, ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করে আমার অফিশিয়াল পেজটি (৩০ লাখের বেশি ফলোয়ার) রিমুভ করে দেওয়া হয়েছে।”

তিনি লেখেন, “বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক দিয়ে সংঘবদ্ধ রিপোর্ট করা হয়েছে। হাদি ভাইকে নিয়ে দেওয়া তিনটি ভিডিওতেই স্ট্রাইক করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published.