কসবায় নয়নপুর বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আতাউর রহমান

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলার বায়েক ইউনিয়ন নয়নপুর বাজারে গত শনিবার (২০ ডিসেম্বর) রাতে আগুনে পুড়ল ৫ ব্যবসায়ীর দোকান। খবর পেয়ে গতকাল রবিবার দুপুরে সেখানে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. আতাউর রহমান সরকার। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্তনা দেন এবং উপজেলা প্রশাসনকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করার আহ্বান জানান।

এ সময় উপজেলার সাবেক আমীর দ্বীন ইসলাম ভুইয়া, কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা নুরুল আমিন, মাসুদুর রহমান জায়েদি, বায়েক ইউনিয়ন আমীর আলী আশরাফ ও সেক্রেটারি জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.