কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত সোমবার (২৯ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনু২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-০৪ (২৪৬) আসনে কসবা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো ছামিউল ইসলাম এর কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো: আতাউর রহমান সরকার এবং স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন হাজারী। অন্য কয়েকজন প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।
মনোনয়নপত্র জমা দেয়ার সময় প্রার্থীদের সঙ্গে বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা উৎসব মুখর পরিবেশে উপজেলা রাজনৈতিক কার্যালয়গুলোতে জড়ো হতে থাকেন। বিকেল ৫টায় মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হয়। পুরো কার্যক্রম সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী কবির আহমেদ ভূঁইয়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেও কসবা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, কসবা উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩,০৬,৪৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৫৯,৭০৯ জন, মহিলা ভোটার ১,৪৬,৭৪৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন।