কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বৃহস্পতিবার (১ জানুয়ারী) সকাল ১১ টায় ইংরেজি নববর্ষের প্রথম দিনে অনাড়ম্ভর পরিবেশে কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সুরাইয়া বেগমের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু তৌহিদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ শফিকুর রহমান।