কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলায় গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) সারাদিন কনকনে ঠান্ডা ও হালকা বাতাস বইছে, মাঝে মাঝে সূর্যের দেখা মিললেও শীতের তীব্রতা কমেনি। ফলে মানুষের স্বাভাবিক জনজীবনের চরম ভোগান্তি নেমে এসেছে।

সকাল থেকেই রাস্তাঘাটে মানুষের চলাচল তুলনামূলকভাবে কম লক্ষ্য করা গেছে। যানবাহন চলাচল ছিল সীমিত। কুয়াশা না থাকলেও হাড় কাঁপানো ঠান্ডায় সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ ।
সকাল, দুপুর ও রাত তিন বেলাতে বিভিন্ন স্থানে মানুষকে আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করতে দেখা গেছে। দিনমজুর ও শ্রমজীবী মানুষেরা জানান, অতিরিক্ত ঠান্ডার কারণে মানুষের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে ফলে আয়ের উপরও নেতিবাচক প্রভাব পড়ছে।
স্থানীয়দের মতে, দিন দিন ঠান্ডাজনিত নানা সমস্যা বেড়েই চলছে। । শীতের এই দাপট আরো কয়েকদিন অব্যাহত থাকলে সাধারণ মানুষের আরো কষ্ট বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে ।