মেহেরপুরে আমেরিকা-আফগানিস্থানের তৈরি অস্ত্র উদ্ধার

প্রশান্তি ডেক্স ॥ মেহেরপুর বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে র‍্যাব। তাদের কাছ থেকে বিদেশি দুটি পিস্তল, ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ১২ সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্প।

গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাজুডাঙ্গা গ্রামে আল-সালেহ পাবলিক ওয়েলফেয়ার হাসপাতাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পিস্তল ও গুলি উদ্ধারসহ তাদের আটক করে র‍্যাব সদস্যরা।

আটকরা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সিদ্দিক আলীর ছেলে সোহাগ হোসেন গিট্টু ও একই গ্রামের ভাঙ্গাপাড়া এলাকার দিদার মন্ডলের ছেলে মিশন ইসলাম।

র‍্যাবের পক্ষ থেকে জানিয়েছে, বিকালে র‍্যাবের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর এলাকায় অভিযান চালায়। এ সময় আটক গিট্টুর কাছ থেকে আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার হয়। এ ছাড়া মিশন আলীর কাছ থেকে আফগানিস্থানের তৈরি একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

র‍্যাব-১২, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল মামুন চিশতী জানান, সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহারের উদ্দেশে অস্ত্র মজুতের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি আমেরিকার তৈরি পিস্তল ও ১টি আফগানিস্থানের তৈরি রিভলবারসহ ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়ার দৌলতপুর থানায় হস্তান্তর করা হবে। সোহাগ হোসেন গিট্টুর নামে হত্যা ও অপহরণ মামলাসহ চারটি এবং মিশনের নামে একটি মারামারি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.