২৫’র বিদায়ে ২০২৬ এর আগমন

অনেক ঘটনার স্বাক্ষী হয়ে বিদায় নিলো ২০২৫। এই ২০২৫ আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে গেছে এবং স্মৃতি হিসেবে এমনকি আগামীর পথ চলায় সাহস যোগাতে আর দিক নির্দেশনা পেতে সহায়তা করবে। ’২৫ থেকে শিক্ষা নিয়ে বিশ্ববাসীর সাথে বাংলাদেশের জনগণও ’২৬ সালকে আলিঙ্গনে আবদ্ধ করেছে। ’২৫ এর শিক্ষা ও দিক্ষায় ’২৬ হউক প্রেরণার, উৎসাহের, আনন্দের, আশা ও আকাঙ্খার।

’২৬ সালকে স্বাগত জানিয়ে এই প্রত্যাশাই করি যেন মহান খোদা তায়ালা আমাদেরকে, শান্তি ও স্মৃতিশীলতা পরিপূর্ণতা দান করেন। নিরাপত্তা ও নিশ্চয়তায় ভরপুর রাখেন। ক্ষমা ও ভালবাসায় পরিপূর্ণরুপে সাজিয়ে তোলেন। সৃষ্টির কল্যাণে নিয়োজিত রাখেন। দেশ গঠনে আর জাতির বিনির্মাণে স্ব স্ব ভুমিকায় নিয়োজিত করে আগামীর স্বর্গ দৃশ্যমান রাখেন। এই কামনা ও প্রত্যাশায় স্বাগতম স্বাগতম ’২৬।

Leave a Reply

Your email address will not be published.