প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গত বুধবার (৩১ ডিসেম্বর) ইইউ বলেছে, ইয়েমেনের হাদরামাউত ও আল মাহরা প্রদেশের সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার ঘটনাবলী উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনার ঝুঁকি বাড়িয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইইউর এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ইয়েমেন ও এই অঞ্চলের স্থিতিশীলতা হুমকিতে ফেলে এমন কর্মকান্ড পরিহার ও উত্তেজনা নিরসনের আহ্বান জানাচ্ছে ইইউ।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইয়েমেনের ঐক্য, সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আঞ্চলিক অষন্ডতার প্রতি দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে ইইউ। একই সঙ্গে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল ও ইয়েমেন সরকারের প্রতি সমর্থন প্রকাশ করছে।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় মুকাল্লা বন্দরে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার পর সংযুক্ত আরব আমিরাতের বিরোধ চরমে পৌঁছায়। রিয়াদের দাবি, আরব আমিরাত সংশ্লিষ্ট একটি জাহাজে করে বিচ্ছিন্নতাবাদীদের জন্য অস্ত্র নেওয়া হচ্ছিলো। আমিরাতি সেনাদের ইয়েমেন ছাড়তে আলটিমেটাম দেয় রিয়াদ।