কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত সোমবার (৫ জানুয়ারী) সন্ধায় অফিসার ইনচার্জ কসবা থানা জনাব নাজনীন সুলতানা এর নেতৃত্বে এস আই মোঃ নিজাম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কসবা পৌর এলাকার গুরুহিত থেকে তালতলা গামী বিজনা নদীর ব্রিজের উপর থেকে ১০ কেজি গাজা সহ দুজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে,বিজয়নগর থানার মিরাশানী গ্রামের মৃতঃ শাহজাহানের পুত্র মোঃ ফারুক হোসেন (৫৩) ও কসবা থানার হাতুড়াবাড়ী গ্রামের মৃতঃ সামছু মিয়ার পুত্র ফয়জুর রহমান ( ৩৫)।

অপরদিকে গত রবিবার রাতে এস আই মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স সহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে কসবা থানার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর পূর্ব উত্তর পাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় কসবা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।