প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের রাজধানী সল্ট লেক সিটিতে একটি গির্জার পার্কিং লটে গুলিবর্ষণের ঘটনায় দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। গত বুধবার (৭ জানুয়ারি) একটি অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে গির্জার বাইরে বাকবিতন্ডার জেরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর সন্দেহভাজনদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পুলিশের তথ্যমতে, চার্চ অব জিসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেইন্টস (এলডিএস চার্চ)-এর একটি চ্যাপেলের বাইরে পার্কিং লটে সংঘর্ষের সময় গুলি ছোড়া হয়। ওই সময় গির্জার ভেতরে অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান চলছিল।
পুলিশ মুখপাত্র গ্লেন মিলস সাংবাদিকদের বলেছেন, পার্কিং লটে কোনো এক ধরনের সংঘর্ষ হয়েছিল, আর সেখান থেকেই গুলির ঘটনা ঘটে। কমপক্ষে আটজন প্রাপ্তবয়স্ক এই ঘটনায় হতাহত হয়েছেন। তাদের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক, বাকিদের শারীরিক অবস্থার বিস্তারিত জানা যায়নি।
পুলিশ আরও জানিয়েছে, তারা সন্দেহভাজনদের খুঁজতে অভিযান চালাচ্ছে এবং অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকা বহু মানুষের কাছ থেকে সাক্ষ্য নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমরা মনে করি না এটি কোনো ধর্মকে লক্ষ্য করে পরিকল্পিত হামলা ছিল। এ ঘটনায় সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। উল্লেখ্য, আগ্নেয়াস্ত্র ভায়োলেন্স আর্কাইভের তথ্যমতে, গত বছর যুক্তরাষ্ট্রে অন্তত ৪০০টির বেশি গণগুলিবর্ষণের ঘটনা ঘটেছে, যেখানে চার বা তার বেশি মানুষ গুলিবিদ্ধ হয়ে আহত বা নিহত হয়েছেন।