অধ্যাপক শেখ কামাল উদ্দিন ॥ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় মানবিক সংগঠন সবুজ সংঘ আয়োজিত শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে গত শনিবার (০৩ জানুয়ারি) সকালে কসবা উপজেলার খাড়েরা বাজারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ সংঘের সভাপতি, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক কবি লোকমান হোসেন পলা।

সার্জেন্ট (অব.) ফারুক আহমেদ এর সঞ্চালিত সভা অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন।
প্রধান অতিথি ছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন, কসবা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বি এম ইনয়ামুল ইসলাম (বোরহান), অর্থ সম্পাদক মো. শাখাওয়াৎ হোসাইন, খাড়েরা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কাওছার, কসবা থানার সাব-ইন্সপেক্টর মো. নিজামুদ্দিন, মানবাধিকার কর্মী এ আর রিংকু, উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জোবায়ের মাহমুদ তপন, সার্জেন্ট (অব.) দুলাল মিয়া, সবুজ সংঘের অর্থ সম্পাদক নূরুল আমিন, সদস্য সাইফুল ইসলাম সরকার, নাছির উদ্দিন, তারেক রহমান প্রমুখ। এ সময় উপকারভোগী ছিন্নমূল ও অসহায় পুরুষ-মহিলা, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকগণ জানান, খাড়েরা সবুজ সংঘ ২০২০ সাল থেকে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সাধারণ ও হাফেজ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ, অসহায় ও ছিন্নমূল ব্যক্তিদের শীতবস্ত্র, ইফতার ও ঈদ সামগ্রী প্রদানের মাধ্যমে এ কার্যক্রম অব্যাহত রেখেছেন।
অনুষ্ঠানে ১৭ জন এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের ফর্ম ফিলাপের টাকা, ৪ জন ছাত্রের ভর্তি ফি, ৩০ জন ছাত্রের শিক্ষা উপকরণ ও ১০০ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সভাপতি অবহিত করেন।