কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় টাস্কফোর্সের অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রিপিসসহ দুজনকে আটক করা হয়েছে। গত শুক্রবার (৯ জানুয়ারি) সকালে অভিযানটি পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। বিজিবি ৬০ ব্যাটালিয়নের পাশাপাশি পুলিশ এ অভিযানে অংশ নেয়।
আটকরা হলেন- দক্ষিণ চকবস্তা গ্রামের মৃত ধন মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩২) ও মো. মনির হোসেন (২৬)। অভিযানে ২৬ বস্তা ভারতীয় শাড়ি ও থ্রিপিস জব্দ করা হয়। বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৫০ লাখ টাকা। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম বলেন, ‘বিজিবি ও পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কাপড়সহ দুজনকে আটক করা হয়েছে। তাই অবৈধ চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ’সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও জনআস্থা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকসহ সব ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।