কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলার কসবা পুরাতন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। গত মঙ্গলবার (০৬ জানুয়ারি) এ অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ভোক্তা পর্যায়ে বোতলজাত এলপি গ্যাস বিক্রির অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক সর্বশেষ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় মাহবুব গ্যাস কর্ণারকে ৩,০০০/- (তিন হাজার) টাকা এবং বিল্লাল গ্যাস কর্ণারকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন মো. তানজিল কবির, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এ সময় তিনি ব্যবসায়ী ও ভোক্তাদের উদ্দেশ্যে বলেন, সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে কোনো অবস্থাতেই এলপি গ্যাস ক্রয়-বিক্রয় করা যাবে না। এ ধরনের অনিয়ম ভোক্তা অধিকারের পরিপন্থী এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, জনস্বার্থ রক্ষা ও বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উল্লেখ্য, কসবা উপজেলায় ভোক্তা অধিকার রক্ষা ও বাজার ব্যবস্থাপনা স্বচ্ছ রাখতে প্রশাসনের নিয়মিত তদারকি কার্যক্রম চলমান রয়েছে।