কসবায় কুটি ইউনিয়নে শ্রীশ্রী জগন্নাথ দেব মন্দিরে ১০দিনব্যাপী অনুষ্ঠান

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলার কুটি শ্রীশ্রী জগন্নাথদেব মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে ১১৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ১৪ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি বুধবার থেকে শনিবার পর্যন্ত বিশ্বের সকল জীবের শান্তি ও কল্যাণ কামনায় ৩২ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহানামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া আগামী ১৮ জানুয়ারি রোজ রবিবার নামযজ্ঞ সমাপন ও দধি মঙ্গল দ্বি-প্রহরে মহাপ্রসাদ আস্বাদন করা হবে। 

এ উপলক্ষে আগামী ৮ জানুয়ারি রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে শুভ উদ্বোধন করবেন শ্রী ব্রজগোপাল গোস্বামী গুরু মহারাজ, কুটি। থাকবে স্থানীয় শিল্পীবৃন্দের পরিবেশনায় ধর্মী©য় সংগীতানুষ্ঠান। আগামী ৯ ও ১০ জানুয়ারি শুক্র ও শনিবার সন্ধ্যায় শ্রীমৎ ভাগবত পাঠ করবেন শ্রীযুক্ত জয়ন্ত কুমার ভট্টাচার্য, শ্রীমঙ্গল  এবং আগামী ১১ ও ১২ জানুয়ারি রবিবার ও সোমবার সন্ধ্যায় শ্রীমৎ ভাগবত পাঠ করবেন শ্রী রাহুল কৃষ্ণ দাস, সুনামগঞ্জ। তাছাড়া আগামী ১৩ জানুয়ারি রোজ মঙ্গলবার শুভ অধিবাস কীর্তন।

উক্ত অনুষ্ঠানাদিতে সকল ভক্তবৃন্দের উপস্থিতি কামনা করেছেন কুটি শ্রী শ্রী জগন্নাথদেব মন্দির পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা শ্রী সুজিত কুমার রায়, সভাপতি শ্রী কৃষ্ণপদ সাহা ও সাধারণ সম্পাদক শ্রী টুটন কুমার সাহা।

Leave a Reply

Your email address will not be published.