প্রশান্তি ডেক্স ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জের তুরনিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১০ জন। নিহত দুই জনই বাসের যাত্রী।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন।
হাইওয়ে থানার এসআই ফজলুর রহমান জানান, ঢাকা থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি বাস তুরনিপাড়া ইউটার্নে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। পরে বাসটি ডিভাইডারে ধাক্কা লেগে ঢাকামুখী লেনে উল্টে পড়ে। এতে মাইক্রোবাসটি ছিটকে গিয়ে চট্টগ্রামমুখী লেনের পাশে পড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী মারা যান। নিহতরা হলেন ফেনী জেলার ফুলগাজী থানার উত্তর আনন্দপুর গ্রামের মজিবুল হক মজুমদারের ছেলে সাইদুল হক মজুমদার (৩৪) ও নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চরফকিরা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে আরমান হোসেন (১৬)।
আহত কমপক্ষে ১০ জনকে স্থানীয়রা ও পুলিশ সদস্যরা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।