চারিদিকে এ কি দেখছি এবং শুনছি; নির্বাচন, আসন দখলবাজী, অনলাইন ষঢ়যন্ত্র, মিথ্যার ফুলঝুড়ি, হত্যা, মামলা, অবৈধ অ¯্ররে প্রকাশ্য মহড়া, নির্বাচন হওয়ার আগেই সরকার হিসেবে চিহ্নিত করে সুযোগ সুবিধা নেয়ার চেষ্টা, সরকারী এবং বেসরকারী পর্যায়ের উচুস্তরের মানুষদের। মৃত্যুর মিছিল, গ্রেফতার, হয়রানী, যাবিন, মামলা জটিলতা, কারো ক্ষেত্রে দ্রুত মামলার নিস্পত্ত্বি এবং কারো ক্ষেত্রে দীর্ঘসূত্রীতা, সরকারের নিলিপ্ততা, প্রশাষনে স্বাভাবিক কাজের জট এবং ধীরগতি, প্রত্যেকেই এখন নিজের আখের গোছাতে ব্যস্ত, কেউ নগদ আবার কেউ কেউ ইনভেষ্ট করে অপেক্ষা করছে নতুন সরকারের জন্য।
অর্থনীতি এবং দৈনন্দিন বাজার ব্যবস্থা, স্বার্থ্য ও চিকিৎসা ব্যবস্থা এক নাজুক পরিস্থিতির মধ্যে দিয়ে এগুচ্ছে। এই কঠিন অবস্থা থেকে উত্তরণের কি কোন পথ আছে? অবস্থাদৃষ্টে মনে হয় উত্তরণের কোন পথ নেই। তবে আরো অজানা কোন এক কঠিন সময়ের অপেক্ষায় এই দেশ ও জাতি। নির্বাচন নির্বাচন এক খেলায় মেতেছে জাতি। কিন্ত এই নির্বাচনের পিছনে ও সম্মুখে কি ভয়ানক ফাঁদ অপেক্ষা করছে তা কি কেউ খতিয়ে দেখছে না বা যারা দেখছে তারাও এর থেকে উত্তরণের পথ নিয়ে কোন নূন্যতম শব্দ উচ্ছারন করছে না। এই অবস্থায় কি করণীয় তাও কেউ ভাবতে চাইছে না বরং শ্যাম রাখি না কুল রাখি এই ত্রাহীসম অবস্থায় দিনগুজার করছে।
আমাদের সমাজ ও সংস্কৃতি কি এক ভয়ানক পরিস্থিতির দিকে এগুচ্ছে তা ভাবা যায়। মসজিদ, মন্দির, গীর্জা, পেগুডাসহ নানান ধর্মীয় উপাসনালয়ে নেই কোন নিশ্চয়তা ও নিরাপত্তা। সৃষ্টিকর্তা ঐসকল বদ্ধঘরে এখন আর আবদ্ধ নন। তিনি উন্মুক্ত এবং প্রকাশিত ও সকলের সঙ্গে সকলের জন্য দু বাহু প্রসারিত করে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। কখন তাঁর বান্দারা বা সৃষ্টি তাঁর কাছে ফিরে আসবে এবং তাঁর ইচ্ছা ও অভিপ্রায়ের পূর্ণতা দিয়ে চিরস্থায়ী আবাস পূর্ণ করবে। আসুন আমরা সকলে মিলে এই কঠিন সময়ে সৃষ্টিকর্তার সন্নিকটে যায় এবং তাঁর কাছে সকল কিছু যাচনা করি। সৃষ্টিকর্তার আশির্বাদ নিয়ে সামনে অগ্রসর হই। বেহেস্তবাসী হওয়ার নিশ্চয়তাটুকু নিয়ে পৃথিবী থেকে বিদায় নিই। পৃথিবীর যন্ত্রনা এবং লোভাতুর নেতিবাচক চাপ সামলিয়ে সামনে এগিয়ে যায় আর নিজের অবস্থান বেহেস্ত এই কথার জানান কাজের ও চিন্তার সমন্বয়ের মাধ্যমে দিই। জীবনে চলার পথে সকল ক্ষেত্রে এই একই চিন্তা ও কর্ম সম্পাদন করি যাতে মানুষ আমাদেরকে ভিন্ন এক মানুষ হিসেবে চিনে ও জানে আর মানে। আর এতেই সৃষ্টিকর্তার অভিপ্রায় ও আকাঙ্খার প্রতিফলন দৃশ্যমান হবে। মহান খোদা আমাদের সবাইকে সহায়তা করুন যাতে আমরা এই বিপদ থেকে মুক্ত হয়ে আগামীর শুভকামনায় লিপ্ত থাকতে পারি। আমীন॥