পাবনা-১ও২আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত

প্রশান্তি ডেক্স ॥ সীমানা জটিলতার কারণে পাবনা-১ ও ২ আসনের ভোট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

গত শুক্রবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আখতার আহমেদ বলেন, আদালত আমাদের বলেছেন, পাবনা ১ ও ২ আসনে আমরা যেন কোনও ভোটের কার্যক্রম না করি। সেই জন্য এই দুই আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.