মার্কিন অভিযানে ১০০জন নিহতের দাবি ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে অপসারণের লক্ষ্যে গত শনিবার (৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের চালানো হামলায় ১০০ জন নিহত হয়েছেন। গত বুধবার (৭ জানুয়ারি) রাতে এমনটাই দাবি করেছে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেয়ো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দিয়োসদাদো কাবেয়ো বলেছেন, অভিযানের সময় মাদুরোর সঙ্গে আটক হওয়া তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস মাথায় আঘাত পান এবং মাদুরোর পায়ে চোট লাগে।

পূর্বে ভেনেজুয়েলা সরকার নিহতের কোনও সংখ্যা জানায়নি। তবে সেনাবাহিনী তাদের নিহত ২৩ সদস্যের একটি তালিকা প্রকাশ করে। ভেনেজুয়েলার কর্মকর্তারা বলেছেন, মাদুরোর নিরাপত্তা বাহিনীর বড় একটি অংশকে ঠান্ডামাথায় হত্যা করা হয়েছে।  রাষ্ট্রীয় টেলিভিশনে সাপ্তাহিক অনুষ্ঠানে কাবেয়ো আরও বলেছেন, যারা যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন তারা সাহসী। তাদের প্রশংসা করেন তিনি। সেনা সদস্যদের নিহত হওয়ার ঘটনায় গত মঙ্গলবার থেকে এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.