কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ধারাবাহিক মানবিক কর্মসূচির অংশ হিসেবে গত শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৪ টায় কসবা উপজেলা খাড়েরা ইউনিয়নের হাফিজ উদ্দিন- হারুন- রোকেয়া ফাউন্ডেশনের উদ্যোগে ১ শত শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মিসেস শামছুন নাহার ভূঁইয়া, প্রতিষ্ঠাতা সদস্য হাফিজ উদ্দিন-হারুন-রোকেয়া ফাউন্ডেশন। প্রধান অতিথি ছিলেন, জনাব মোঃ মনিরুজ্জামান মনির খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
বিশেষ অতিথি ছিলেন, জনাব মোঃ ছাইদুর রহমান, এজিএম পল্লী বিদ্যুৎ কসবা, জনাব মোঃ নুরুল আমিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন হারুন রোকেয়া ফাউন্ডেশন, জনাব মিজানুর রহমান সভাপতি খাড়েরা ইউনিয়ন বিএনপি, জনাব মোঃ ফাইজুল আলম, শিক্ষানুরাগী সমাজসেবক। অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন মোঃ আমির হামজা।
প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, হাফিজ উদ্দিন হারুন রোকেয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে শীতার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হবে। কারণ দুর্যোগ মুহূর্তে মানুষেরা অর্থ উপার্জন করতে পারে না সে কারণে ধার দেনা করে সংসার চালাইতে হয়। যা পরিশোধ করা কষ্টসাধ্য ব্যাপার ।