কসবা পৌর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (১১ জানুয়ারি) বিকেল ৪টায় কসবা নতুন বাজার কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিন, সাবেক সভাপতি, আখাউড়া উপজেলা বিএনপি। কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আয়ূম খান।

দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন, আখাউড়া পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন কামালসহ পৌর যুবদল, উপজেলা যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া বলেন, “বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার রক্ষায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন আপসহীন গণতন্ত্রের প্রতীক।”

এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও তাঁর পরিবারের জীবিত সদস্যদের জন্যও দোয়া কামনা করেন। মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল শেষে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে  নিজ হাতে আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া খাবার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published.