কসবায় জামায়াত প্রার্থী মোঃ আতাউর রহমান সরকারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  ॥ গত বুধবার  (১৪ জানুয়ারি) দুপুরে  উপজেলা জামায়েতে ইসলামী কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিয় সভা অনুষ্ঠতি হয়। উপজেলা আমির  অধ্যক্ষ মোঃ  ফরিদ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি  ছিলেন জাতীয় সংসদ সদস্য পদর্প্রাথী ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) মো: আতাউর রহমান সরকার।

বাংলাদশে জামায়াতে ইসলামী, কসবা উপজেলা ও পৌরসভার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় মো: আতাউর রহমান সরকার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি এলাকার সার্বিক উন্নয়ন, জনগণের অধিকার ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে বক্তব্য তুলে ধরেন। একই সঙ্গে তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কসবা উপজলোর নায়েবে আমির শিবলী নোমানী, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, সাবেক উপজেলা আমির দ্বীন ইসলাম ভূইয়াসহ দলীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.