৪৮তম বিসিএসের ৩২৬৩ জন নিয়োগ পেলেন

প্রশান্তি ডেক্স ॥ সরকার ৪৮তম (বিশেষ) বিসিএস থেকে ৩ হাজার ২৬৩ জনকে নিয়োগ দিয়েছে। গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

আগামী ১ ফেব্রুয়ারি সকালে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত কার্যালয়ে যোগদানের জন্য প্রার্থীদের অনুরোধ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনও নির্দেশনা না পেলে উল্লিখিত তারিখেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে যোগদান করবেন। নির্ধারিত তারিখে যোগদান না করলে চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং এ নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

Leave a Reply

Your email address will not be published.