কসবায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে কসবায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৯ জানুয়ারি) কসবা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বেলায়েত হোসেন হেলাল, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া দীপু ও সদস্য সচিব জিয়াউল হুদা শিপন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, কসবা উপজেলা বিএনপির সাবেক  যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান হারুনুর রশিদ শাহীন ও সাবেক উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ রতন।

এছাড়াও উপস্থিত ছিলেন গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূঁইয়া, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রুবেল, কসবা উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী বাবুল আহমেদ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাজু আহমেদ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published.