প্রশান্তি ডেক্স ॥ ব্যাংককে নারীদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে চলে গেছে বাংলাদেশ। গত শুক্রবার পঞ্চম ম্যাচে পাকিস্থানকে ৯-১ গোলে বিধ্বস্ত করেছে সাবিনারা।

আবারও সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক সাবিনা খাতুন। চার গোল করে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এই জয়ে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সাত দলের টুর্নামেন্টের শীর্ষে উঠে গেছে বাংলাদেশ।
আগামী রবিবার নিজেদের শেষ ম্যাচে এখনও জয় না পাওয়া মালদ্বীপের বিপক্ষে জয় পেলেই নতুন এই ফরম্যাটে আরেকটি ট্রফি নিশ্চিত হবে সাবিনা ও তার সতীর্থদের। বর্তমানে চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভারত। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভুটান।
ম্যাচের শুরুতে বাংলাদেশের কয়েকটি আক্রমণ ঠেকিয়ে গোল করতে দেয়নি পাকিস্থান। সপ্তম মিনিটে মাতসুশিমা সুমাইয়ার স্কয়ার পাস কাজে লাগিয়ে গোলের সূচনা করেন সাবিনা। এরপরই বাংলাদেশ একের পর এক আক্রমণে পাকিস্থানের রক্ষণ চূর্ণ করে।
৯ মিনিটে নিলুফা ইয়াসিন ব্যবধান করেন ২-০। তার পর প্রথমার্ধে আরও পাঁচটি গোল যোগ করে বাংলাদেশ। বিরতির আগে সাবিনা করেন নিজের দ্বিতীয় গোল। নুসরাত জাহান জোড়া গোল করেন। একটি গোল করেন কৃষ্ণা রানি সরকার। তাতে ৬-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে কৃষ্ণা রানি আবারও গোল করে ব্যবধান বাড়ান। এরপর পাকিস্থান একটি গোল শোধ দিলেও ম্যাচের শেষদিকে সাবিনা আরও দুটি গোল যোগ করে বড় জয় নিশ্চিত করেন।