স্পেন ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ এ যোগ দেবে না

প্রশাান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ স্পেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত ‘বোর্ড অব পিস’-এ অংশ নেবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সানচেজ বলেছেন, এই সিদ্ধান্ত জাতিসংঘ ও বহুপাক্ষিক ব্যবস্থার প্রতি স্পেনের বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গত বৃহস্পতিবার ব্রাসেলসে ইইউ শীর্ষ সম্মেলনের পর সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সানচেজ বলেছেন, আমরা ‘বোর্ড অব পিস’ এ আমন্ত্রণের জন্য কৃতজ্ঞ, কিন্তু এতে অংশ নিচ্ছি না। তিনি আরও বলেছেন, আন্তর্জাতিক আইন, জাতিসংঘ ও বহুপাক্ষিকতার প্রতি স্পেনের প্রতিশ্রুতি বজায় রাখতেই তারা এতে অংশ নেয়নি। তিনি আরও উল্লেখ করেছেন, বোর্ড অব পিসে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে অন্তর্ভুক্ত করা হয়নি, যা স্পেনের আপত্তির আরেকটি কারণ হিসেবে উল্লেখ করেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র দাবি করেছে, ‘বোর্ড অব পিস’ বিশ্বজুড়ে সংঘাত নিরসনে সহায়তা করবে। যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতা ও তদারকি, নিরাপত্তা ব্যবস্থা সংগঠিত করা এবং যুদ্ধোত্তর পুনর্গঠনের সমন্বয় করবে এই সংস্থা। এই উদ্যোগের ধারণা এসেছে ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা থেকে।

উল্লেখ্য, ইসরায়েল এই বোর্ডে যোগ দিয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যেমন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও এতে অংশ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published.