কসবায় আড়াইবাড়ি দরবার শরীফ জিয়ারত শেষে দাড়িপাল্লার গণসংযোগ শুরু

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার আড়াইবাড়ি দরবার শরীফ জিয়ারতের মাধ্যমে দাড়িপাল্লা প্রতীকের নির্বাচনী গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন।

গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আড়াইবাড়ি দরবার শরীফে উপস্থিত হন। এ সময় তিনি দরবার শরীফের সম্মানিত পীর সাহেব মরহুম মাওলানা আবু সাঈদ আজগর আহমদ, মরহুম আল্লামা গোলাম হাক্কানী ও মরহুম মাওলানা গোলাম সারওয়ার সাঈদী (রহ.)-এর কবর জিয়ারত করেন এবং দেশ, জাতি ও নির্বাচনী সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করেন।

জিয়ারত ও মোনাজাত শেষে তিনি আড়াইবাড়ি এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন আড়াইবাড়ি সাঈদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা আমিনুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, দ্বীন ইসলাম ভূঁইয়া, বিশিষ্ট সাংবাদিক আব্দুল হান্নান, কসবা উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম সারওয়ার, আমীর হোসেন সাঈদী, আবুল বাসার সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা। গণসংযোগকালে আতাউর রহমান সরকার বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। দাড়িপাল্লা প্রতীক সেই আদর্শেরই প্রতীক।

Leave a Reply

Your email address will not be published.