ব্রাহ্মণবাড়িয়া-৪কসবা – আখাউড়া দলীয় প্রতীক দাড়িপাল্লা বরাদ্দ পেলেন মোঃ আতাউর রহমান সরকার

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বুধবার (২১ জানুয়ারি)  ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার আব্দুর রউফ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন অফিসার শাহিনুজ্জামান তালুকদার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কসবা ও আখাউড়ায় দলীয় দাঁড়িপাল্লা প্রতিক পেয়েছেন মোঃ আতাউর রহমান সরকার। প্রতীক বরাদ্দ পাওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। প্রতীক বরাদ্দ গ্রহণকালে দলীয় নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.