ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বুধবার (২১ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার আব্দুর রউফ। ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন অফিসার শাহিনুজ্জামান তালুকদার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কসবা ও আখাউড়ায় দলীয় ধানের শীষ প্রতিক বরাদ্ধ হয় জনাব মুশফিকুর রহমান এর নামে। প্রতীক বরাদ্দ পাওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। প্রতীক বরাদ্দ গ্রহণকালে দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতীক বরাদ্দ পাওয়ায় কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ বলেন দলীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান ধানের শীষের কান্ডারীর হাতে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিয়েছেন। জনাব মুশফিকুর রহমানকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়ায় বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানান। কসবা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ রতন বলেন রাজপথ কখনো বেইমানি করে না। মুশফিকুর রহমান রাজপথে ছিলেন আছেন এবং থাকবেন ইনশাআল্লাহ। মুশফিকুর রহমানকে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়ায় বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানান। সাবেক কসবা উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রুবেল বলেন কসবা ও আখাউড়ার মাটি ও মানুষের নেতা জনাব মুশফিকুর রহমান। কসবা ও আখাউড়া তে মুশফিকুর রহমানের কোন বিকল্প নেই। বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমান সঠিক মানুষকে সঠিক পথিক বরাদ্দ দিয়েছেন। এজন্য বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানান। কসবা উপজেলা জাতীয়তাবাদের মহিলা দলের সভাপতি লুৎফুর নাহার রিনা উপস্থিত ছিলেন।