কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ১০ দলীয় জোটের প্রার্ধী মো. আতাউর রহমান সরকার বলেছেন, আল্লাহর অশেষ রহমতে জনগণের ভালোবাসায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারলে চাঁদাবাজ, দূর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো ইনশাআল্লাহ। একটিবারের মতো দাঁড়িপাল্লাকে সুযোগ দিয়ে দেখুন। এ জনপদ হবে উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির জনপদ।

গত শনিবার বিকালে গাজীপুরের শ্রীপুর উপজেলা নয়নপুর বাজারে ১০ দলীয় নির্বাচনী ঐক্য জোট আয়োজিত দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা কথা বলেন তিনি।
আতাউর রহমান সরকার বলেন, এদেশের মানুষ একটা নতুন বাংলাদেশ দেখতে চাচ্ছে। যেটা হবে মানবিক বাংলাদেশ। মায়া, মমতা ও ভালোবাসায় মোড়ানো বাংলাদেশ। ১০ দল সেধরনের বাংলাদেশ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।