ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ালো এনবিআর

প্রশান্তি ডেক্স ॥ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যক্তি করদাতাদের জন্য ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়িয়েছে। এক সঙ্গে অনলাইনে রিটার্ন দাখিলে সমস্যায় পড়া করদাতাদের জন্য নির্দিষ্ট শর্তে কাগজে রিটার্ন জমা দেওয়ার সুযোগও বহাল রাখা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এনবিআরের জারি করা পৃথক দুটি আদেশ থেকে এসব তথ্য জানা গেছে। সময় বাড়লো একমাস।

আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩৩৪ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড জনস্বার্থে এই সিদ্ধান্ত নেয়। সরকারের পূর্বানুমোদনক্রমে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাদের ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২৬-এর পরিবর্তে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ নির্ধারণ করা হয়েছে।

এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, করদাতাদের সময়ের চাপ কমানো এবং রিটার্ন দাখিল প্রক্রিয়াকে সহজ করতেই এই সময় বাড়ানো হয়েছে।

অনলাইন রিটার্ন বাধ্যতামূলক, তবে ব্যতিক্রমও আছে: অন্য এক বিশেষ আদেশে এনবিআর জানিয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩২৮ অনুযায়ী বেশিরভাগ স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক থাকবে। এর আগে এ বিষয়ে ২০২৫ সালে একাধিক বিশেষ আদেশ জারি করা হয়েছিল।

তবে অনলাইন নিবন্ধন বা প্রযুক্তিগত সমস্যার কারণে যারা অনলাইনে রিটার্ন দাখিল করতে পারছেন না, তাদের জন্য সীমিত সুযোগ রাখা হয়েছে।

কাগজে রিটার্ন জমার সুযোগ কীভাবে : বিশেষ আদেশ অনুযায়ী, যেসব স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইনে রিটার্ন দাখিলে অসমর্থ, তারা আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে লিখিত আবেদন করতে পারবেন। আবেদনে অনলাইনে রিটার্ন দিতে না পারার সুনির্দিষ্ট ও যৌক্তিক কারণ উল্লেখ করতে হবে।

এই আবেদন সংশ্লিষ্ট অতিরিক্ত যুগ্ম কর কমিশনারের অনুমোদন পেলে ওই করদাতা কাগজে আয়কর রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।

করদাতাদের জন্য বার্তা: এনবিআর মনে করছে, সময় বাড়ানো এবং সীমিত পরিসরে কাগজে রিটার্ন জমার সুযোগ রাখার ফলে ব্যক্তি করদাতাদের ভোগান্তি কমবে। একই সঙ্গে অনলাইন ব্যবস্থার প্রতি করদাতাদের আগ্রহ ও অভ্যস্ততাও ধীরে ধীরে বাড়বে।

রাজস্ব কর্মকর্তারা করদাতাদের নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছেন এবং অনলাইন ব্যবস্থায় সমস্যায় পড়লে সময়মতো আবেদন করার পরামর্শ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.