কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. আতাউর রহমান সরকারের সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৪ টায় কসবা টি আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের আসন পরিচালক কাজী সিরাজুল ইসলাম।
জনসভায় কসবা উপজেলা ও আখাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা দলে দলে যোগ দেন। আয়োজকদের দাবি, এটি এলাকায় অনুষ্ঠিত সর্বকালের সর্ববৃহৎ জনসমাবেশ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিরোধী দলের সমালোচনা করে বলেন, দিন যতই যাচ্ছে তাদের মাতা ততই খারাপ হচ্ছে জামায়েত ইসলামীর জনপ্রিয়তা দেখে। তিনি আরও বলেন একটি দল ক্ষমতায় যাওয়ার আগেই মহিলাদের কাপড় চোপড় খুলে ফেলতে চাই, ক্ষমতায় গেলে জাতির কাপড় চোপড় খুলে ফেলবে। একটি দল চাচ্ছে,”না” ভোট দিয়ে আবারো ফ্যাসিস্ট কে পুনর্বাসন করতে।
জনসভায় আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. আতাউর রহমান সরকার, কসবা উপজেলা জামায়াতের নায়েবে আমির শিবলি নোমানী প্রমুখ। এ সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমসিপি প্রার্থী আতাউল্লাহ এর হাতে শাপলা কলি তুলে দেন এবং ১১ দলীয় প্রার্থী ও দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।
জনসভায় মহিলা জামায়েতের বিপুল সংখ্যক নারী কর্মী ও ভোটার অংশ গ্রহণ করেন, যা উপস্থিতির পরিধিকে আরও বিস্তৃত করে তোলে।